Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশ

ইউনিয়ন (গ্রাম পুলিশ বাহিনী) বিধি,১৯৬৮ অনুসারে ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়। প্রত্যেক ইউনিয়নে একজন দফাদার ও কিছু সংখ্যক মহল্লাদার নিয়ে গ্রাম পুলিশ বাহিনী গঠন করার বিধান ছিল। বর্তমানে প্রতি ইউনিয়নে একজন দফাদার ও নয়জন মহল্লাদার নিয়ে গ্রাম পুলিশ বাহিনী গঠন করা হয়।

নিয়োগ প্রক্রিয়া:

               ১। দফাদার পদে সরাসরি নিয়োগ করা যাবে না। কর্মরত মহল্লাদারগনের জ্যেষ্ঠতা ও দক্ষতা বিবেচনা করে পদোন্নতি দিয়ে দফাদার পদে নিয়োগ করতে হবে। এর জন্য কোন প্রকার বিজ্ঞপ্তি জারী করতে হবে না।

যোগ্যতাঃ

         ১। মহল্লাদার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের জন্য নিয়োগ করা হবে সে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে।

         ২। চাকুরীর জন্য বয়স সীমা সর্বনিম্ন ২০ এবং সবোর্চ্চ ৩০ বছর হতে হবে। প্রার্থীকে শারিরীক ও মানসিক সুস্থ হতে হবে।

         ৩। প্রার্থীবে উচ্চতা ৫ফুট ৩ইঞ্চি ,বুকের মাপ ৩২ইঞ্চি (স্বাভাবিক অবস্থায়) এবং ওজন ১০০পাউন্ড (৫০কেজি) হতে হবে।

         ৪। শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনী পা